মোশারফ হোসাইন তযু (নিজস্ব প্রতিবেদক)
শ্রীপুরে লবলং সাগরখ্যাত খাল দখলের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামে অবস্থিত এক্স সিরামিকস কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ইসতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । অভিযানে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের প্রিমিয়ার টেকনেশিয়ান সৈয়দ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ জানান, সরকারী লবলং সাগরখ্যাত খাল দখল করে কারখানা গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক্স সিরামিকস কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।