মোশারফ হোসাইন তযু (নিজস্ব প্রতিবেদক)
সচেতন মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। এ শ্লোগানকে সামনে রেখে শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্য বিবাহ রোধে, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে এ্যাড. রহমত আলী অডিটোরিয়ামে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ মার্চ সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর-রশীদ (ফরিদ) । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ।
মা সমাবেশে (ইউএন) রেহেনা আক্তার বলেন, দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে অভিশপ্ত মাদক। মাদকাসক্তির ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। মাদক ও বাল্য বিবাহ রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদক মুক্ত ও বাল্য বিবাহ রোধে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিশেষ করে বাল্য বিবাহ রোধ ও শিক্ষার্থীদের সচেতন করতে মায়ের ভুমিকা সব থেকে বেশি থাকতে হবে। মা হবে শিশুর প্রধান শিক্ষক।
ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর-রশীদ ফরিদ বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে মাদক ও বাল্য বিবাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে । শিক্ষার্থীদের উপর বাবার চেয়ে মায়ের নজর রাখতে হবে বেশী। এসময় মা সমাবেশে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) হারুন অর রশীদ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, দৈনিক ভোরের দর্পণ শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হক, আজকের বাংলা খবর অনলাইনের সম্পাদক সোলায়মান মোহাম্মদ, দৈনিক আমার বার্তার শ্রীপুর প্রতিনিধি সাইফুল আলম সুমন, দৈনিক বর্তমানের শ্রীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক খবরপত্র ও অনলাইন শ্রীপুর বার্তার সাংবাদিক মোশারফ হোসাইন তযু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির, অভিভাবক সদস্য আলী আজগর বিকম, রেজাউল করিম, এমরান হোসেন, চাঁন মিয়া, দাতা সদস্য শামীম আল ফারুকসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।