শ্রীপুর বার্তা ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ও ২০১৭ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন শুরু হবে মঙ্গলবার (৬ মার্চ); চলবে ২০ মার্চ পর্যন্ত।
এ ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd/admissions অথবা www admissions.nu.edu.bd)-এ Important Notice/ Prospectus (Master’s) অপশনে পাওয়া যাবে।
চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা শুরু হবে সোমবার (৫/০৩/১৮) দুপুর দেড়টায়।
সারাদেশের ৫৪৯টি কলেজের ১৭৬টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার ১০৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্নিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি