শ্রীপুর বার্তা ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ বছর এস.এসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে অবস্থিত কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে ও শিক্ষক রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো.রিপন মিয়া, আব্দুস ছাত্তার আবুল, মো. হেকিম, শিক্ষক আয়নুল, ইফরাদ, লিজা আক্তার, আরজু প্রমুখ।
এবছর এস.এসসি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বলেন লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সামনের যে দিন গুলো আছে তা মনোযোগের সহিত পড়তে হবে। এলোমেলোভাবে না পড়ে রুটিন মাফিক বিষয় ভিত্তিক পড়তে হবে। পরিক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর ঠান্ডা মাথায় সঠিকভাবে উত্তর দিবে। আর অভিভাবদের তিনি বলেন আপনার সন্তানের দিকে আপনারই নজর রাখতে হবে।