মুরতুজা হাসান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা অন্তর্গত রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও তারুণ্যের উপদেষ্টা ড. মো. শাহজাহান মন্ডল, তারুণ্যের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরী সিজারসহ তারুণ্যের সদস্যবৃন্দ।
এসময় রতনপুর এলাকার প্রায় শতাধিক পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা।