মোশারফ হোসাইন তযু, নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে মাওনা ফ্লাইওভারের নিচ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ ফরিদ, কাউন্সিলর মো. হাবিবুল্লাহ, পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, আ.লীগ নেতা শফিকুল ইসলাম দুলু প্রমুখ।