নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের উদ্যোগে গরীব দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) শ্রীপুর ভবনে প্রায় এক হাজার মানুষের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরন করেন তিনি৷ বীর মুক্তিযোদ্ধা সামসুল হকের সভাপতিত্বে এসএম জাহাঙ্গীর আলম সিরাজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক জিএস শেখ নজরুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রিপন, গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, মাওনা ইউনিয়ন স্চ্ছোসেবক লীগের সভাপতি সবুজ মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহব্বায়ক কাওসার শেখ কামাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ফকির, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিব, মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ শিশির, সাধারণ সম্পাদক ফরহাদসহ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।