নূরে আলম সিদ্দিকী: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে মাওনা ডায়াবেটিস এসোসিয়েশনের উদ্যোগে রোববার (১৪ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দুদকের সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান , শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, মাওনা ডায়াবেটিস এসোসিয়েশনের সভাপতি ডা: অরুন চন্দ্র বসাক, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হামজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, মাওনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, হাজী আসমত আলী আরিফ, মাওনা ডায়াবেটিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশিল কুমার বসাক, শেখ মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ডা: অরুন চন্দ্র বসাক বলেন, শ্রীপুরের দরিদ্র ডায়াবেটিস রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়াসহ মানসম্মত সেবা দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন । তিনি এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন ।