নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন আ.লীগের বর্ধিত ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই সভা চলে।
জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও মাওনা ইউনিয়ন আ.লীগের সভাপতি আইয়ুব হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি সাফিউদ্দিন মোড়ল, জেলা আ.লীগের কৃষি ও সমবায় সম্পাদক আমির হামজা, উপজেলা আ.লীগের যুগ্ন-আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসমত আলী আরিফ, এনাম গ্রুপের এমডি এনামুল হক মোল্লা, ইউনিয়ন আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলেক শিকদার, আ.লীগ নেতা শফিকুল ইসলাম দুলু, মেম্বার পদপ্রার্থী মোজাম্মেল হক স্বপন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতাকর্মীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেওয়া হয়।