শ্রীপুর বার্তা, বিনোদন ডেস্ক:
অনেক দিন পর প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। ‘দেখেছো এতোদিন প্রেমের ট্রেলর, দেখোনি রোমান্টিক লাভি লাভি পিকচার’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন কবির বকুল। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। মঙ্গলবার ‘সুপার হিরো’ ছবির জন্য ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গানে বেবী নাজনীনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান। এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, “প্লেব্যকের জন্য গান তৈরি হয় ছবির গল্প ও চরিত্রের ওপর ভিত্তি করে। ‘সুপার হিরো’ ছবির গানেও মজার ছাপ থাকবে। এমন ভিন্ন ধরনের কাজ খুব একটা হয় না বলেই অনেক দিন প্লেব্যাক করিনি। আশা করছি, আমার ও ইমরানের এই গান অনেকের ভালো লাগবে।”
শাকিব খান-বুবলী অভিনীত ‘হিরোগিরি’ ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান, প্রযোজনায় তাপসী ঠাকুর। সূত্র:সমকাল