নিজস্ব প্রতিবেদক: আইন পেশায় বিশেষ অবদানের জন্য ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক’ পেয়েছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ওয়াসিম খলিল।
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে, বাংলাদেশের আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রুপকার ও প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১০তম জন্মজয়ন্তী ও তার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো. খাদেমুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশা লতা বৈদ্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, পীরজাদা শহীদুল হারুন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কথা সাহিত্যিক মাঈন উদ্দিন কাজল, আব্দুল হাই সিদ্দিকী, সমাজসেবক হায়দার আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা অ্যাডভোকেট ওয়াসিম খলিলের হাতে পদক তুলে দেন।