নিজস্ব প্রতিবেদক: নতুন বছর উপলক্ষে গাজীপুর হোমিওপ্যাথিক কলেজ প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে রেজিস্টার্ড হোমিও চিকিৎসকদের মধ্যে উপহার সামগ্রী ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা তেলিপাড়া গাজীপুর ইকরা মাদরাসায় আশরাফুল আলম মামুনের সভাপতিত্বে ও ডা. এম এ খালেক পারভেজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মাছুদুল হাসান মাছুদ।
আরও উপস্থিত ছিলেন, ডা. কামরুল আলম খান, ডা. এনামুল করিম, ডা. মোমেন আকন্দ, ডা. শরীফুল ইসলাম ও ডা. আবু তালেব মজুমদার প্রমুখ।