মোশারফ হোসাইন তযু, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে করার লক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী, শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেনসহ মেয়রপ্রার্থী, কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।