নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে চার শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ও ছাতির বাজার বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জলিল বিএ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, আব্দুস ছাত্তার আবুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, সাখাওয়াত হোসেন খোকা, মনিরুজ্জামান মানিক, এসএম কাজল রানা, হযরত আলী জয়, তরিকুল ইসলাম রিপন, জসিম উদ্দিন জয়, মিলন মিয়া, মোস্তফা কামাল উজ্জল, শাহরিয়ার ইসলাম সুমন, সারোয়ার জাহান সাগর, জুনায়েদ সিদ্দিকী, জুয়েল রানা, নঈমুল ইসলাম সজিবসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।