শ্রীপুর বার্তা ডেস্ক: শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকালে টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল।
যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় আ.লীগ নেতা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, বরমী ইউপি চেয়ারম্যান শামছুল হক বাদল সরকার, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির জনক ও তার পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দুস্থদের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়।