মোশারফ হোসাইন তযু,নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যক্তিগত অর্থায়নে দুই হাজার দুস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।
শুক্রবার ( ২২ মে) দিনব্যাপী প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, সেমাই, চিনি ও সাবান বিতরণ করা হয়।
জাহিদুল আলম রবিন জানান, ব্যক্তিগত অর্থায়নে শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।