মোশারফ হোসাইন তযু, নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও গাজীপুর জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের দিকনির্দেশনায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আমান উল্লাহ নামের এক কৃষকের মাঠ থেকে ধান কেটে দিয়েছে বরমী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (৯ মে ) দিনব্যাপী কৃষকের এক বিঘা জমির ধান কেটে তা মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা ।
শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য ও সাতখামাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন দিপু, বরমী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহ্বায়ক (সদস্য সচিব) মানিক রায়হান, শ্রীপুর উপজেলা বিআরডিবির সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আশিক বিন ইদ্রিসসহ অন্তত ১৫-২০ জন যুবলীগের নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেন।
শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন দিপু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাজীপুর-৩ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে জামিল হাসান দুর্জয়ের দিকনির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছি। এসময় আমাদেরকে ধান কাটতে উৎসাহ যোগিয়েছেন শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম সিরাজী। আমাদের এই স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে।
এ অবস্থায় যুবলীগের নেতাকর্মীরা তার খেতের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়ায় কৃষক আমান উল্লাহ খুবই খুশি হয়েছেন।