নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জৈনাবাজার – কাওরাইদ আঞ্চলিক সড়কের আব্দুল আউয়াল কলেজের পাশে এক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এক প্রবাসীর বাসায় মা, দুই মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তাঁরা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়া লাশ উদ্ধার করছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটাইছে তা এখনো জানাজায়নি ।