নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার সাহাবুদ্দিন নামের এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২০ এপ্রিল) গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছির মোড়লের নেতৃত্বে ওই কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা।
শ্রমিকের অভাবে কৃষক পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা।
নাছির মোড়ল জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ।