মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক: চালের মূল্য তালিকা না থাকায় ও বেশি দামে চাল বিক্রির দায়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ১০ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ২২ মার্চ) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাওনা, জৈনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন। এসময় শ্রীপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসময় মায়ের দোয়া বানিজ্যালয়কে ১০ হাজার, ঝুম ট্রেডার্স ৫ হাজার রুপালী ট্রেডাসর্ ১০ হাজার, হাজী গফুর ট্রেডাসর্ ৫ হাজার, সিদ্দিক ট্রেডাসর্ ১৫ হাজার, এম তাজ উদ্দিন ট্রেডাস ৫ হাজার, জেএম ট্রেডাসর্ ৫ হাজার, বিসমিল্লাহ ট্রেডাসর্ ১০ হাজার ও দু’জন পেঁয়াজ ব্যবসায়ীকে ৪ হাজারসহ মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন জানান, শ্রীপুরে করোনাভাইরাসকে পুঁজি করে অসাধু কিছু চাল ব্যবসায়ী হঠাৎ করে বেশি দামে চাল বিক্রি করছে এমন সংবাদ শুনে ও জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে ।