মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক: শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১লা ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা ইয়ুথ ফোরামের উদ্যোগে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কলামিস্ট সাঈদ চৌধুরী, চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ফজর আলী, শ্রীপুর উপজেলা ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদা আক্তার স্বর্ণা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল মাসুদ, ফ্রেন্ডস সোসাইটি সংগঠনের সভাপতি রাকিবুল হাসান রাকিব, আফজাল হোসেন, তুহিনসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ বন্ধে সামাজিক দায়বদ্ধতা ও নিরাপত্তা বাড়াতে হবে। ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরসহ সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় নারী ও শিশুর জন্য বাসযোগ্য নিরাপদ সমাজ বিনির্মানে এবং ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের ফাঁসির দাবিসহ আইনের বাস্তবায়নের দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।