মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট হারুন-অর-রশীদ ফরিদ। সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামছুল আলম প্রধান, বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন, বেগম রওশন আরা গার্লস স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ জ ম এনামুল হক, কাউন্সিলর আমজাদ হোসেন বি.এ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমান, অভিভাবক সদস্য রুহুল আমীন, আজগর আলী বি.কম, শামীম ওসমান, শহিদুল্লাহ কায়সার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়।