নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মালবাহী পিকআপের নিচে চাপা পড়ে শামু আহমেদ সাবজুল (৬৫) নামের বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামু আহমেদ সাবজুল ময়মনসিংহের তাঁরাকান্দা উপজেলার ঢেউয়াতলী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, নিহত শামু আহমেদ সাবজুল গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো। তাঁর প্রয়োজনে মাওনা চৌরাস্তায় আসলে রাস্তা পারাপারের সময় মালবাহী একটি পিকআপের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।