শ্রীপুর বার্তা ডেস্ক: আজ ৫ ডিসেম্বর বিশিষ্ট সমাজসেবক, ঢাকা ওয়াসার ট্রেড ইউনিয়ন সিবিএ-এর সভাপতি , বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট-এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী।
গত বছর ( ৫ ডিসেম্বর ) সিঙ্গাপুরে অবস্থিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি ১৯৫৫ সালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামে জন্ম গ্রহণ করেন।
এ উপলক্ষে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে হাফিজুর রহমানের নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে উনার ছোট ছেলে সোহেল রানা সবাইকে উপস্থিত থাকার জন্য আকুল আবেদন জানিয়েছেন।