শ্রীপুর বার্তা ডেস্ক: শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ও সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলী শোক প্রকাশ করেছেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া চারটায় ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে ইন্তেকাল করেন তিনি। নুরুল ইসলাম শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত আফির উদ্দিনের সন্তান।
তিনি শ্রীপুর ইউনিয়ন পরিষদে ৩ বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুইসন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নামাজে জানাজা রোববার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা যায়।