নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অবস্থিত ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি তৈরি পোশাকের দোকান পুড়ে গেছে।
শনিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে টাওয়ারের দোতলায় ড্রেস মার্ট নামে দোকানে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, সকাল সোয়া ৬টার দিকে ড্রেস মার্ট দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তারা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। দুইটি ইউনিটের কর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ওই দোকানের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।
ড্রেস মার্ট শো-রুম মাওনা শাখার কর্ণধার ইউসুফ মিয়ার দাবী, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।