মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শেখ শামছুল আরেফীন।
বুধবার (২৯ মে) সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ঢাকা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মকর্তা ছিলেন শেখ শামছুল আরেফীন।
গত ১২মে (রোববার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে. এম. তারিকুল ইসলাম স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে শেখ শামছুল আরেফীনকে (১৬৭৯৮) শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
(বিসিএস) ৩০তম ব্যাচের এই কর্মকর্তা ২০১২ সালের ০৩ জুন প্রশাসন ক্যাডারে যোগদান করে । তার নিজ জেলা বগুড়া।
উল্লেখ্য: ০২ এপ্রিল শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতারকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।