মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক মতিনের ক্ষেতের পাকা ধান কাটতে এগিয়ে আসেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী নাছির মোড়লসহ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতিন মিয়ার প্রায় ৫ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে উঠিয়ে দিয়ে যান তারা। এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
জেলা ছাত্রলীগ নেতা নাছির মোড়ল জানান, কৃষক মতিন মিয়া সকালে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে তার সমস্যার কথা জানালে দ্রুত ওই কৃষকের পাশে দাঁড়নোর সিদ্ধান্ত নিলাম। এরপর সকাল ৯টার দিকে আমার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের জমিতে যাই এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তার সব ধান কেটে দেই।
কৃষক মতিন মিয়া জানান, আমার বিপদের সময় ছাত্রলীগ আমার পাশে দাঁড়িয়েছে। আমি এতে খুবই আনন্দিত।
এসময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার প্রায় ৪০জন ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধানকাটায় অংশ নেন।
উল্লেখ্য: ২১ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি ঘোষণার মাধ্যমে ছাত্রলীগের সকল ইউনিটকে কৃষকদের পাশে স্বোচ্ছাসেবক হিসেবে থেকে তাদের ধান কাটতে সাহায্য করার জন্য আহ্বান জানানো হয়। সংগঠনটির এ কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার ছাত্রলীগের নেতাকর্মীরা এ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের ধান কেটে দিলো।