মোশারফ হোসাইন তযু- নিজস্ব প্রতিবেদক: শ্রেষ্ঠ অস্ত্র-বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও কলোলেস মামলা তদন্ত করে রহস্য উদঘাটন, ডাকাত ও সন্ত্রাসী গ্রেফতারে সাহসীকতায় বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম মোল্লা (বিপিএম)।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেঞ্জ কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম আনুষ্ঠানিকভাবে শহিদুল ইসলামের হাতে স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক সনদপত্র ও নগদ অর্থ পুরষ্কৃত করেন।
এ সময় এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেন, ডিআইজি (অপরাধ) ঢাকা রেঞ্জ আবুল কালাম ছিদ্দিক, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আসাদুজ্জামান বিপিএম বার, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বার, শামসুল আলম খান, আবুল বাশার তালুকদারসহ ঢাকা রেঞ্জের পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: শহিদুল ইসলাম মোল্লা বিপিএম ২০১৮ পদকে ভূষিত হওয়ায় সন্মাননা হিসেবে মাসিক সভায় ক্রেষ্ট উপহার প্রদান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম।