শ্রীপুর বার্তা ডেস্ক:
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে পথচলা দৈনিক সমকাল এর সঙ্গী হতে পারেন আপনিও। যদি সৃষ্টিশীল হয়ে থাকেন, ইচ্ছা থাকে সমাজের জন্য ভালো কিছু করার তবে আমন্ত্রণ আমাদের পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর মুক্তমঞ্চে। তারুণ্যের লেখায়, ভাবনার বিকাশে আমরা দেখি সমৃদ্ধ বাংলাদেশ। নিজেকে অমিত সম্ভাবনার তরুণপ্রাণ মিছিলে যুক্ত করতে আজই যোগাযোগ করুন।
আগামী ৬ ডিসেম্বর, বুধবার, বিকেল ৩ টায় মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজার চতুর্থ তলায় ডেইলি নিডস ল’চেম্বারে বসবে শ্রীপুর সহৃদ সমাবেশের সভা। গঠিত হবে নতুন কমিটি । পুরনো সব সদস্যের পাশাপাশি আগ্রহী নতুনদেরও আমন্ত্রণ সুহৃদদের এ বর্ধিত সভায় । সদস্য ফরম সংগ্রহ করার মধ্য দিয়ে থাকবে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ।
ইকবাল আহমেদ নিশাত
সাধারণ সম্পাদক
সমকাল সুহৃদ সমাবেশ, শ্রীপুর
যোগাযোগ :০১৭১৮০৩৮০৪০
ইজাজ আহমেদ মিলন
জেলা প্রতিনিধি, গাজীপুর
যোগাযোগ :০১৯৭৯০৮০১৯১
শ্রীপুর বার্তা/তযু