মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ তথা নৌকাকে নিশ্চিত বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পরিকল্পনা ও আগামী ৪ ডিসেম্বর মাওনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) বিকেলে মাওনা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় বাজারে অবস্থিত আরিফ ইলেকট্রনিক্স শো-রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হামজা, মাওনা ইউনিয়ন আ.লীগের সভাপতি জেড.আই জালাল, , মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, হাজী আসমত আলী আরিফ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসাইন ভুঁইয়া, লুৎফুন্নাহার মেজবাহ, আইয়ুব হাসান ভুঁইয়া, মজিবুর রহমান, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সাজেদুল ইসলাম সুরুজ, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন, আলেক শিকদার, এনামুল হক মোল্লা, উজ্জল হোসেন বি.এ, আইয়ুব আলী মেম্বার, ছাইদুল ইসলাম, সোহেল রানা, জহিরুল ইসলাম, মাজহারুল ইসলাম মুঞ্জুসহ মাওনা ইউনিয়ন আ.লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।