শ্রীপুর বার্তা ডেস্ক
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পাইওনিয়ার পোশাক কারখানার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ শ্রমিক আহত হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর)সকালে শ্রীপুর-মাওনা সড়কের ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, রিয়াদ হোসেন (২০), নাহিদ আলম (২০), সাদিকুল ইসলাম (৩৫) ও আজিজুল হক (৩৫) সহ ছয়জনকে শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত সাদিকুল ও আজিজুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার পাইওনিয়ার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শ্রমিকবাহী বাস শ্রীপুরের কলেজপাড়া এলাকার নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কারখানার সামনে সকাল ৭টায় ছেড়ে আসে। পরে শ্রীপুর চৌরাস্তা পার হয়ে ফকিরবাড়ী মসজিদের কাছে আসা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারালে বাস সড়কের পাশে উল্টে যায়। এতে ১০ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার জানান, আহত চার শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দু’জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । গুরুতর আহত সাদিকুল ও আজিজুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।