মোশারফ হোসাইন তযু- নিজস্ব প্রতিবেদক: গ্রামের মানুষের জন্য অল্প সময়ে ও স্বল্প খরচে সহজে ন্যায়-বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে অবহিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ক্ষণিকা সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করেন স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ।
কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
সভায় বক্তব্য দেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম, ঢাকা আউটরিচ ও কমিউনিকেশন স্পেশালিস্ট এভিসিবির অর্পনা ঘোষ, মো. জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, গ্রাম আদালত গাজীপুর জেলা সমন্বয়কারী ফজিলাতুন নেছা।
উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী জাকিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও কিভাবে গ্রাম আদালত পরিচালিত হয় সে বিষয়ের উপর আলোচনা ও মতামত তুলে ধরেন।