মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামে ওমর ফারুক (২৭) নামে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে শ্রীপুর পৌর কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় থেকে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে দুহাত বিচ্ছিন্ন করে কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার স্বজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফারুক কেওয়া পশ্চিম খন্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ।
এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরে প্রতিবাদ সভা করেছে শ্রমিকলীগ।
নিহতের বাবা হাফিজুল ইসলাম জানান, তার ছেলে ওমর ফারুক মাওনা চৌরাস্তার আমেরিকান টোবাকো নামের একটি প্রতিষ্ঠানের বাজারজাতকারী কর্মকর্তা হিসেবে চাকরি করত। প্রতিদিনের মতো সে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সকালের দিকে বাড়ি থেকে বের হয়। অটোরিকশাযোগে আসার সময় মাওনা চৌরাস্তার মসজিদ মোড় এলাকায় ৭-৮ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট করে একটি গাড়িতে তুলে নেয়। পরে কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে দুহাত বিচ্ছিন্ন অবস্থায় ফেলে যায়। তবে কি কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি নিহত ওই শ্রমিকলীগ নেতার বাবা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।