মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ১৯৭১ সালের ১৯ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত ‘অনুপ্রেরণা ১৯’ এর স্মৃতি ভাস্কর্য ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে পায়রা ও ফলক উন্মোচন করে এ ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আসাদুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আওয়ামী লীগ নেতা এড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: খায়রুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।