মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় অবস্থিত কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগষ্ট) সকালে কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার আয়োজনে ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন এর সভাপতিত্বে বেগম আয়েশা অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম শামীম, আলহাজ্ব ফিরোজ আহমেদ, মাওলানা নুরুল হক, ওহাব হাজীসহ অত্র মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম শামীম।