মোশারফ হোসাইন তযু- শ্রীপুর বার্তা
গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে ইকরা মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৭ নভেম্বর ) বিকেলে শ্রীপুর পৌর কেওয়া পশ্চিমখ- (কামার পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরা কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের শেখ জসিম উদ্দিনের মেয়ে।
নিহতের দাদা শ্রীপুর বার্তাকে জানান, সোমবার বিকেলে ইকরা তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খোলা মাঠে খেলতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় সবাই তাকে খুঁজতে থাকি। পরে তাকে মাঠের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখি। পুকুর থেকে ইকরাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।