মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে ১০০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃদের নাম দেলোয়ার হোসেন (৩০), পিতা আলাল উদ্দিন, জাহিদ হাসান ওরফে জুলহাস (২১) পিতা ঈমান আলী লোহাগাছ , নাজিম উদ্দিন (নাইজা) (৩৯) পিতা রফিজ উদ্দিন ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের কাজে জড়িত রয়েছে। এলাকার যুবকদের বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরও এ ভয়াল মাদকের সাথে জড়াচ্ছে বলে এলাকাবাসী অনেকদিন ধরে অভিযোগ করে আসছে। শুক্রবারভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হকের সহযোগিতায় তাদের নিজ নিজ বাড়ি উপজেলার লোহাগাছ থেকে গ্রেফতার করা হয়।
তাদের নামে শ্রীপুর থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের শুক্রবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।