মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক
এলাকার অসহায়, হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র (নতুন কাপড়) বিতরণ করা হয়েছে।
২৯ রমজান শুক্রবার সকালে গাজীপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, অধ্যাপিকা রাশিদা খন্দকারের উদ্যোগে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে খন্দকার আ: বছির পাঠাগার সংলগ্নে প্রায় ২০০ জন হতদরিদ্রদের ঈদ বস্ত্র হিসেবে নতুন কাপড়, লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুর রহমান, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, খন্দকার মহিদুল রহমান, খন্দকার তালহা, জহিরুল ইসলাম।
ঈদ বস্ত্র বিতরণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক , স্থানীয় সাংসদ এ্যাড. রহমত আলী ও এ্যাড. হারিছ উদ্দিনের জন্য দোয়া ও তাদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপিকা রাশিদা খন্দকার।