মোশারফ হোসাইন তযু-নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে দুই কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুবেল আকন্দ (২৫)। সে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গুচ্ছ গ্রামারের সিরাজউদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, রুবেল আকন্দ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এলাকার যুবকদের বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরও এ ভয়াল মাদকের সাথে জড়াচ্ছে বলে এলাকাবাসী অনেকদিন ধরে অভিযোগ করে আসছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রুবেল আকন্দর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দুই কেজি গাঁজা ও পঞ্চাশ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় রুবেলের সাথে মাদক বিক্রির পাচঁ হাজার টাকা উদ্ধার করা হয়। তার নামে শ্রীপুর থানায় মাদক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুবেলকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।