শ্রীপুর বার্তা ডেস্ক
বুধবার (১৬ মে) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার (১৭ মে) শাবান মাসের শেষ দিন থেকে রোজা শুরু হচ্ছে না। পরদিন শুক্রবার (১৮ মে) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাতে দেশের আকাশে কোথাও চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এজন্য শুক্রবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। ওইদিন প্রথম রোজা।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে হিজরি ১৪৩৯ সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ দিন নির্ধারণ করা হয়।
ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ পড়ে রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার।